পরিবেশটা সুন্দর না?
- কোনো রোদ আছে?গরম লাগছে?
তবু কিছু লোক বলবে পিপাসায় ধরে খালি ৷🤔






কয়েক জায়গায় যাওয়া লেগেছে ৷ অন্তর আত্মা শুকিয়ে কাঠ ৷😒 মাঝ রাস্তায় নেমে পড়লাম নূরানী তে যাবো বলে ৷ যতো পিপাসা ততো লাচ্ছি খেয়ে মজা ৷😋



লাচ্ছিটা বেশ মজা ছিলো ৷ পারফেক্ট মিষ্টতা ৷👌 প্রথম চুমুক দেওয়ার সাথে সাথে মনে হলো একদম কলিজা দিয়ে নামছে এই বরফপানি ৷😌



এই লাচ্ছির বিশেষত্ব হলো এতে আলাদা কোনো পানি ব্যবহার করা হয় না ৷ নিজেদের হাতে বানানো দই দিয়ে ব্লেন্ডারের সংস্পর্শ ছাড়া এটি তৈরি করা হয় ৷ জগ থেকে যেটা ঢালতে দেখা যাচ্ছে সেটা চিনি ও ঘিয়ের সিরার মিশ্রণ ৷ উপরন্তু এরা বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও ৷

কষ্ট পেলাম একটাই কারণে স্পেশালটা আর লেবুপানি ছিলো না আজকে ৷☹️ নরমাল লাচ্ছির প্রাইস ৩০/- গ্লাস ৷

যাওয়ার জন্য আমার কাছে সহজ লাগলো চানখাঁরপুল দিয়ে নাজিমুদ্দিন রোড হয়ে জেলখানা রোড দিয়ে চকবাজারে হাজী সেলিম টাওয়ারে বের হয়ে হাতের বামের ২য় গলিতে একটু যেতেই বড় একটা দোকান এই নূরানী কোল্ড ড্রিংক্স ৷ ৷

Post a Comment

Previous Post Next Post